ঈদের ছুটিতে মালয়েশিয়া ভ্রমণ (৪ দিন, ৩ রাত)

১০-১৩ জুন, ২০২৫ | Malaysia

ঈদের ছুটিতে মালয়েশিয়া ভ্রমণ (৪ দিন, ৩ রাত)

ঈদের ছুটিতে মালয়েশিয়া ভ্রমণ (৪ দিন, ৩ রাত)
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। এটি ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক রাজতন্ত্র। দেশটি দক্ষিণ চীন সাগর দ্বারা পূর্ব-পশ্চিমে দুইটি অঞ্চলে বিভক্ত, যেগুলি একে অপরের থেকে ৬৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এগুলি হল এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত পশ্চিম মালয়েশিয়া বা উপদ্বীপীয় মালয়েশিয়া এবং বোর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত পূর্ব মালয়েশিয়া। উপদ্বীপীয় মালয়েশিয়ার সাথে উত্তরে থাইল্যান্ডের স্থল- ও সমুদ্র সীমান্ত আছে, দক্ষিণে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের সাথে, এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সাথে সমুদ্র সীমান্ত আছে। উপদ্বীপীয় মালয়েশিয়ার ভেতর দিয়ে উত্তর-দক্ষিণে একাধিক পর্বতশ্রেণী প্রসারিত হয়েছে। পূর্ব মালয়েশিয়ার সাথে উত্তরে ব্রুনাই ও দক্ষিণে ইন্দোনেশিয়ার স্থল- (বোর্নিও দ্বীপের দক্ষিণাংশে অবস্থিত কালিমান্তান প্রদেশের সাথে) ও সমুদ্র সীমান্ত আছে এবং ফিলিপাইন ও ভিয়েতনামের সমুদ্র সীমান্ত আছে। মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুর।

ভ্রমণ: ১০-১৩ জুন, ২০২৫।


খরচ: ২৫,৫০০/- ( মিনিমাম ২ জন হতে হবে অথবা গ্রুপ ট্যুরে গেলে শেয়ারিং এ থাকতে হবে।


সময়কাল: ৩ রাত ৪ দিন

বুকিং সিস্টেম
*********************
বুকিং মানিঃ ১৫,০০০/- ( অফেরতযোগ্য)
এবং এয়ার টিকেট কনফার্ম করতে হবে।

এই টাকায় যা যা থাকছে:
===================
এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
৩ স্টার হোটেলে ৩ রাত থাকা।
প্রতিদিন সকালে নাস্তা
হাফ ডে সিটি ট্যুর
গ্যাংটিং হাইল্যান্ড ট্যুর
ট্রান্সপোর্ট
সাইট সিন এস পার আইটেনারি।

প্যাকেজে যা যা থাকবে না:
====================
এয়ার টিকেট
দুপুর এবং রাতের খাবার
কোন এন্ট্রি ফি
আইটিনারি এর বাহিরের কোন খরচ
ব্যাক্তিগত খরচ।

ভ্রমণ পরিকল্পনা:
Day 01: আমাদের নির্ধারিত ফ্লাইট টাইম অনুযায়ী আমরা কুয়ালালামপুর এ পৌছে আমাদের নির্ধারিত গাড়িতে করে হোটেলে চলে যাবো এবং হোটেলে চেক ইন করবো। রাতে হোটেলে থাকবো।

Day 02: সকালে নাস্তা করে আমরা চলে যাবো হাফ ডে সিটি ট্যুরে এবং দিনের বাকি সময় টা আমরা শপিং করে এবং নিজেদের মতো করে সময় কাটাবো।

Day 03: আজ সকালে নাস্তা করে আমরা আমাদের লোকাল গাইডের সাথে চলে যাবো গ্যাংটিং হাইল্যান্ড ট্যুরে। গ্যাংটিং হাইল্যান্ড ট্যুর শেষ করে সন্ধ্যার মধ্যে আমরা হোটেলে ফিরবো ও হোটেলে রাত্রিযাপন করবো।

Day 04: সকালের নাস্তা শেষ করে আমাদের গাড়িতে করে চলে যাবো এয়ারপোর্টে এবং নির্ধারিত সময় অনুযায়ী আমরা বাংলাদেশ এর উদ্দেশ্যে রওনা করবো।

আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
===================
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দূর্যগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।

কনফার্ম করার নিয়মঃ
বুকিং এর ১৫,০০০/- দিয়ে আপনার আসন কনফার্ম করতে হবে।
(বুকিং মানি অফেরতযোগ্য)

আপনার প্যকেজটি তিনটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ

সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্মঃ
অফিস ঠিকানাঃ
Room No : 317 (2nd Floor)
Satmosjid Super Market
Mohammadpur Bus Stand

ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্ম :
Acc Name : Mehedi Hassan Shuvo
Acc No : 1291440105698
Eastern Bank Ltd
Khilgaon Branch.
Routing Number: 095273671

বিকাশ কিংবা রকেট এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
01685-309156 (Bkash Personal)
01911-254397 (Bkash Personal)
আগ্রহীরা ১৫,৩০০/- (01911-254397/ 01685-309156) পার্সোনাল নম্বরে বিকাশ করে আপনার যাত্রা কনফার্ম করতে পারবেন। bKash করে সাথে সাথে ঐ নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা ব্যাংক বা সরাসরি দেখা করে টাকা দিতে পারেন।
বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারণে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।

বৃত্ত-Britto Travel & Tourism
Room: 317 (2nd floor), Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand, Dhaka - 1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com

Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism
Facebook Group : https://www.facebook.com/groups/BrittoTourism

প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhidul Islam Shawon: 01811-444438.
2. Mehedi Hassan Shuvo: 01685-309156.



Tour Gallery