১ অক্টোবর - ৪ অক্টোবর ২০২৫ | রুমা, বান্দরবন
বগালেক ভ্রমণে বৃত্ত
বগালেক ভ্রমণে বৃত্ত
এটি Britto Travel & Tourism (বৃত্ত) এর একটি রিল্যাক্স ট্যুর।
বগালেক বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং অনেকের কাছে ড্রাগন লেক নামে পরিচিত। কেওক্রাডং পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই হ্রদের স্বচ্ছ পানির রং বদলায় এবং এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।
ভ্রমণকালঃ
============
যাত্রা শুরুঃ ১ ই অক্টোবর রাতে ২০২৫
সময়কালঃ ৩রাত ২দিন ।
ইভেন্ট ফি:
৬৫০০/-
( বড় রুমে ৮ থেকে ১০ জন শেয়ার বেসিস থাকা , ছেলে ও মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা )
★কেউ এসি বাসে যাওয়া আসা করতে চাইলে অবশ্যই আমাদের আগে জানাতে হবে সেক্ষেত্রে জনপ্রতি ১৯০০/- টাকা এক্সট্রা দিতে হবে।
ভ্রমনকাল ও সময়সূচী
===============
০০ দিনঃ ঢাকা থেকে রাতের বাসে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা।
১ম দিনঃ সকালে বাস থেকে নেমে নাস্তা করে চান্দের গাড়ি করে রুমার উদ্দেশ্যে রওনা। রুমা থেকে আমাদের পারমিশনের কাজ শেষ করে এবং রুমা ব্যাজার থেকে প্রয়োজনীয় কেনা কাটা করে করে বগালেক এঁর উদ্দেশ্যে রওনা। বগালেক পৌছে দুপুরের খাবার খেয়ে নিবো। রাতে থাকবো বগালেকে। বাংলাদেশের একমাত্র লেক বগালেক যেটা কিনা সুউচ্চে অবস্থিত। রাতের বেলায় এই লেকের দৃশ্য অসম্ভব সুন্দর হয় যা আসলে ভাসায় প্রকাশ করা যাবে না। তাই আমরা নিজ চোখে দেখতে যাচ্ছি।
০২ দিনঃ ভোরে ঘুম থেকে উঠে দেখে ফ্রেশ হয়ে নাস্তা করে বগালেকের আসে পাশে ঘুরে দেখবো। তারপর আমাদের বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু রুমা এসে সময় থাকলে রিঝুক ঝর্না ঘুরে দেখবো এবং রাস্তায় বেশ কিছু ভিঊ পয়েন্ট দেখতে দেখতে বান্দরবন পৌছে যাবো। এঁর পর রাতের খাবার খেয়ে হাতে সময় থাকলে বান্দরবনের মার্কেট থেকে শপিং করে নিতে পারবেন। সর্বশেষ রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা।
০৩ দিনঃ ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।
যা যা দেখবোঃ
================
রুমা বাজার
বগালেক
শৈলপ্রপাত
সাংহু নদী
রুমা থানা লেক
মুনলাই পারা
এছাড়া যাওয়ার পথে বেশ কিছু ভিউ পয়েন্ট
যা যা অন্তর্ভুক্তঃ
=========
ঢাকা থেক বান্দরবন নন এসি বাস
প্রতিদিন ৩ বেলা খাবার
চান্দের গাড়ি
পারমিশান ফি
এন্ট্রি ফি
দক্ষ গাইড
বগালেকে একটি বড় রুমে ৮-১০ জন শেয়ার করে থাকা
বিঃদ্রঃ ছেলে ও মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা।
যা যা অন্তর্ভুক্ত নাঃ
================
১। যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
২। শপিং ।
৩। পার্সোনাল মেডিসিন।
৪। হাইওয়ের বিরতিতে খাবার ।
খাবার মেন্যুঃ
পাহাড়ে যাচ্ছি পাহাড়িদের খাবার উপভোগ করবো তাই মেন্যু দেয়া যাচ্ছে না তবে এভেইলেবেলিটির উপর নির্ভর করে সবথেকে ভালো মানের খাবার দেয়া হবে।
যা যা নিতে হবে :
================
◘যেকোন ধরনের ব্যক্তিগত খাবার (ওষুধ, ব্যক্তিগত পানি, স্নাঙ্কস ইত্যাদি)
◘মোবাইলের জন্য ব্যাকআপ চার্জার নেওয়া ভাল
◘রওয়ানা দেবার দিন রাতের ডিনার।
◘টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু
◘কেডস/ সেন্ডেল
◘টিস্যু
◘রবি সিম
◘মশা থেকে বাচতে অডমস
অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
***********************************
◘নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
◘নির্দিস্ট গেস্ট মেম্বার না হলে লোকাল গাইড দিয়ে ট্যুর পরিচালনা করা হবে।
◘নিজস্ব কারনে ট্রিপ কেন্সেল হলে মেইন ইভেন্ট ফি দিতে বাধ্য থাকবেন।
◘সিংগেল মেয়ে বা ছেলে বুকিং এর ক্ষেত্রে আর যদি সিঙ্গেল কেউ না থাকে অবশ্যই রুম ভারা বাবদ অতিরিক্ত খরচ নিজেকেই বহন করতে হবে।
◘হোটেলে নিজের প্রয়োজনে যেকেনো ইমিনিটিস ব্যবহারে অতিরিক্ত খরচ আপনাকে অবশ্যই করতে হবে। মোটকথা হোটেল অতিরিক্ত বিল করতে পারে সকল কিছুরবিল আপনাকেই বহণ করতে হবে।
◘নিজের লাগেজ নিজেকে বহন করতে হবে। এ বাবদ যদি অতিরিক্ত টিপস নিজ হাতে দিয়ে দিতে হবে।
◘ট্যুর চলাকালীন নিজেদের দেরি করার কারনে নির্দিস্ট সময়ে স্পট কাভার করতে না পারলে কর্তপক্ষ দায়ভার নিবে না।
◘ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
◘ট্যুরে কোন ধরনের এক্সিডেন্টাল কিছু হলে এটা সম্পূর্ন দায়ভার নিজেদের নিতে হবে।
◘ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা হলে, অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করা হবে যেমনটা একটি পরিবারের ভ্রমণের ক্ষেত্রে হয়ে থাকে।
◘সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
◘দলছাড়া হয়ে ঘুরাফেরা করা যাবে না। বিশেষ প্রয়োজনে দলের প্রতিনিধিকে জানিয়ে যাওয়া যেতে পারে।
◘দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
◘সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
===================
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
কনফার্ম করার নিয়মঃ
১. ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৪০০০/- টাকা (অফেরতযোগ্য) অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
২. টাকা পাঠানোর নিয়মঃ আগ্রহীরা ৪০৮০/= টাকা শুভ 01685-309156 পার্সোনাল নম্বরে বিকাশ করে আপনার যাত্রা কনফার্ম করতে পারবেন। bKash করে সাথে সাথে ঐ নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারণে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)
Britto Travel & Tourism (বৃত্ত)
Room: 317 (2nd floor),
Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand,Dhaka-1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com
Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism
Facebook Group : https://www.facebook.com/groups/BrittoTourism
প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhid Islam Shawon: 01811-444438,
2. Mehedi Hassan Shuvo: 01685-309156.
Tour Gallery