৫-৮ ডিসেম্বর, ২০২৪ | আলীকদম,বান্দরবান
মিরিঞ্জা ভ্যালিতে জুমঘর বিলাশ ও আলীর গুহা ভ্রমণে বৃত্ত (ডিসেম্বর)
মিরিঞ্জা ভ্যালিতে জুমঘর বিলাশ ও আলীর গুহা ভ্রমণে বৃত্ত (ডিসেম্বর)
মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচুতে অবস্থিত। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের লুকোচুরি উপভোগ করা। অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায়। মনে হয় মেঘের সাথে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব। প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ। আকাশকেও মনে হয় বেশ কাছে। রাতে শহরের আলো যেন সৌন্দর্যকে আরো বৈচিত্র্যময় করে তোলে। বান্দরবানের লামা উপজেলায় মিরিঞ্জা ভ্যালির অবস্থান।
অপরদিকে আলীর গুহার অবস্থান আলীকদম উপজেলায়। প্রাকৃতিক ভাবে সৃষ্ট রহস্যময় আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। আলীর পাহাড় থেকে এর নাম করণ হয় আলীর সুড়ঙ্গ। আলীকদম সদর থেকে তিন কিলোমিটার দূরে মাতামুহুরী-টোয়াইন খাল ঘেঁষে দুই পাহাড়ের চুড়ার এই গুহা নিয়ে রহস্যের শেষ নেই। এখানে মূলত তিনটি গুহা আছে, সব গুলো গুহায় ঢুকে দেখার জন্যে ২ ঘন্টার মত সময় লাগবে। গুহা গুলোতে যেতে হবে ঝিরি পথ ধরে। ঝিরি থেকে গুহামুখ উপরে অবস্থিত। প্রথম গুহায় সিড়ি দিয়ে উঠার ব্যবস্থা আছে। বাকি গুলোতে কিছুটা পাহাড় বেয়ে আপনাকে উঠতে হবে। গুহার ভিতর পুরোটা অন্ধকার। ভিতরে যাওয়ার জন্যে আপনাকে টর্চ লাইট বা মশাল নিয়ে যেতে হবে। গুহার কিছু অংশ বেশ সরু, হামাগুড়ি দিয়ে যেতে হবে। ভিতরে স্যাঁতস্যাঁতে গা ছমছমে পরিবেশ। প্রবেশ করার সাথে সাথেই এক অজানা জগতের সাথে পরিচিত হবেন। এই গুহা গুলোর ভিতর ছোট বড় অনেক বাদুর আছে। মানুষ দেখে বাদুর এদিক সেদিক উড়বে, এতে ভয় পাওয়ার কিছু নেই।
ভ্রমণ তারিখঃ ৫-৮ ডিসেম্বর, ২০২৪।
ভ্রমণ পরিকল্পনাঃ
০০ দিন: রাতের বাসে ফকিরাপুল থেকে আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু।
০১ দিন: সকালে বাস থেকে নেমে ১০/১৫ হেটে চলে যাবো মিরিঞ্জা ভ্যালি তে আমাদের রিসোর্টে , যেখানে আমাদের জন্য জুম ঘর থাকবে , প্রতি রুমে ৬-৭ জন (ছেলে-মেয়ে আলাদা) থাকার ব্যবস্থা থাকবে এবং রুমের সাথে বড় মাচা থাকবে, রুমে উঠার পূর্বেই রিসোর্টে বসে সকালের নাস্তা সেরে নিব। এরপর জুম ঘরে চেক-ইন করবো। জুম ঘরের বারান্দায় বসে দুপুরে খাওয়া-দাওয়া সেরে , হালকা বিশ্রাম নিয়ে ঘুরে আসবো আশেপাশের রিসোর্ট ও এলাকার পাহাড়িদের বাড়ি ঘর , সন্ধ্যার পরে জুম ঘরের বারান্দায় বসবে সবাই মিলে গানের আড্ডা , রাতে BBQ পার্টি শেষে রুমে অবস্থান ,
০২ দিন: খুব সকাল সকাল উঠে সূর্যোদয় দেখতে যাব , সকাল বেলা এখানে অনেক পরিমাণ মেঘ জমে থাকে তাই রুমের বারান্দা থেকে ছবি তোলার পর্ব শেষে সকালের নাস্তা সেরে ঘুরে আসবো লামা হিল স্টেশন। এরপর চেক-আউট করে জীপ নিয়ে পাহাড়ি রাস্তা ধরে চলে যাব আলীকদমে , এখানে দুপুরে খাওয়া-দাওয়া শেষ আলীর গুহা দেখার জন্য যাবো , গুহা থেকে ফিরে সন্ধ্যা ৭ টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।
০৩ দিনঃ আনুমানিক সকাল ৬ টায় ঢাকা এসে ট্যুর এর সমাপ্তি।
খরচ: ৫,৫০০/- জনপ্রতি।
স্পটঃ
*** মিরিঞ্জা ভ্যালি,
*** মারাইংছা হিল,
*** লামা হিল স্টেশন,
*** মাতামুহুরি নদী,
*** আলীর গুহা।
যা যা পাবেনঃ
১। ঢাকা - আলীকদম বাসের টিকিট ( নন এসি)
২। চান্দের গাড়ি (আলীকদম যাওয়ার)
৩। মিরিঞ্জা ভ্যালিতে জুমঘরে থাকা (শেয়ার বেসিসে),
৪। মিরিঞ্জা পৌঁছানের পর সকাল থেকে শুরু করে আসার দিন রাতের খাবার বাদে প্রতিদিন ৩ বেলা করে ৫ বেলা খাবার,
৫। ট্রাভেল গাইড।
যা যা পাচ্ছেন নাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- কোন ধরণের বীমা
কনফার্ম করার নিয়মঃ
১. ২৫ নভেম্বরের মধ্যে প্রতি জন ৩,০০০/- টাকা (অফেরতযোগ্য) অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
২. টাকা পাঠানোর নিয়মঃ আগ্রহীরা ৩০৬০/- (01911 254397/ 01685 309156) পার্সোনাল নম্বরে বিকাশ করে আপনার যাত্রা কনফার্ম করতে পারবেন। bKash করে সাথে সাথে ঐ নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা ব্যাংক বা অফিসে দেখা করেও টাকা দিতে পারেন।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারণে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা
কিছু কথাঃ
১। ট্র্যাভেলিং এর শক্ত মন-মানসিকতা এবং জুম ঘরে থাকার মন মানসিকতা থাকলেই এই ট্যুরে যেতে হবে , জুম ঘরে এটাস্ট ওয়াশরুম থাকবে না ফ্যান থাকবে না, চাজিং পয়েন্ট ও নেই।
২। মশা থেকে বাঁচার জন্য Odomos cream নিবেন সাথে।
৩। হালকা ব্যাক-প্যাক নিতে হবে যাতে ২-৩দিনের জন্যে ২-৩ সেট জামা-কাপড় থাকবে। ব্যাক প্যাক যত হালকা হবে ততই সুবিধা পাবেন ট্রেকিং এর সময়।
৪। যেহেতু পাহাড়ি পথে ট্রেকিং ইভেন্ট এটা, সুতরাং অনাকাঙ্ক্ষিত যেকোন পরিস্থিতির মুখোমুখি হতেই পারি আমরা। তাই, মন-মানসিকতা বন্ধুত্বপূর্ন হতে হবে আমাদের সকলের।
৫। অবশ্যই সাথে যেকোন পরিচয় পত্রের ৫ কপি ফটোকপি নিতে হবে (বিশেষ করে NID)
★ নোট: আবহাওয়া , সময় ও স্থানীয় অবস্থার ওপর ভিত্তি করে প্লান পরিবর্তন হতে পারে।
Britto Travel & Tourism (বৃত্ত)
Room # 317 (2nd floor), Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand, Dhaka - 1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com
Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism
Facebook Group : https://www.facebook.com/groups/BrittoTourism
প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhidul Islam Shawon: 01811-444438.
2. Mehedi Hassan Shuvo: 01685-309156.
Tour Gallery